কমিউনিটি ০৫ আগস্ট ২০২৫

এবার হোয়াইটচ্যাপেল স্পোর্টস সেন্টারে চালু হলো শিশুদের জন্য সামার হলিডে ক্লাব

post

এই গ্রীষ্মে ৮ থেকে ১২ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য টাওয়ার হ্যামলেটসের হোয়াইটচ্যাপেল স্পোর্টস সেন্টারে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে 'বি ওয়েল সামার হলিডে ক্লাব ২০২৫'।

৪ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত, প্রতি সপ্তাহের সোম থেকে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই ক্লাবের কার্যক্রম। তবে মঙ্গলবার থাকবে বন্ধ।

মাত্র ২১ পাউন্ড খরচে, শিশুরা অংশ নিতে পারবে সারা দিনব্যাপী নানা রকম মজার ও শিক্ষামূলক কার্যক্রমে। আগে শুধুমাত্র মাইল এন্ড এলাকায় সীমাবদ্ধ থাকলেও এবার হোয়াইটচ্যাপেলের কর্মজীবী অভিভাবকদের জন্যও 'বি-ওয়েল; নিয়ে এলো দারুণ সুযোগ।

এই ক্লাবে শিশুরা ব্যাডমিন্টন, বাস্কেটবল, ফুটবল, আর্টস এন্ড ক্রাফটস, রিলে রেস, বোর্ড গেম, মুভি দেখা, লেগোসহ আরও অনেক কিছুতে অংশ নিতে পারবে।

শুধু আনন্দই নয় – তারা শিখবে দলবদ্ধভাবে কাজ করতে, গড়বে নতুন বন্ধুত্ব, আর সময় কাটাবে সক্রিয় ও নিরাপদ পরিবেশে। প্রতিটি সেশনে থাকবে প্রশিক্ষিত ও দক্ষ স্টাফদের তত্ত্বাবধান।

বি ওয়েল সামার হলিডে ক্লাব ২০২৫-এর জন্য বুকিং চলছে। আপনার সন্তানকে একটি আনন্দময় সামার উপহার দিতে, এখনই বুকিং করুন: https://be-well.org.uk/


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner