বাংলাদেশ ০৫ আগস্ট ২০২৫

পালানোর আগে স্বজনদের যে বার্তা দেন শেখ হাসিনা

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর আগে কী বার্তা দিয়েছিলেন তার নিকটতম আত্মীয়স্বজনের কাছে? নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়াতে পলাতক আওয়ামী লীগের এক সাবেক সংসদ সদস্য শেখ হাসিনার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তার সেই বার্তার জন্য।এই ক্ষোভের কারণ হচ্ছে-২০২৪ সালের ৩ আগস্ট বিকালে তার আত্মীয়দের কাছে সাবধান করেছিলেন। কিন্তু কোনো মন্ত্রী ও সংসদ সদস্যকে এই সাবধান করেননি। এমনকি কোনো ধরনের আঁচ দিতে পারেননি। অথচ  তিনি তার ঘনিষ্ঠ আত্মীয়ের কাছে এক খুদে বার্তা পাঠান। আর সেই বার্তাটি ছিল, পরিস্থিতি ভালো না। জীবন বাঁচাতে দেশ ছাড়তে হবে। মাত্র চারটি শব্দে লেখা ছিল,নো ওয়ান স্টে হেয়ার’।যে কারণে সেদিনই ফজলে নূর তাপস সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।আবার নিষিদ্ধ আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া ৪ আগস্ট দুপুর পর্যন্ত জানতেন পরিস্থিতি ভালো আছে।অস্ট্রেলিয়ায় পলাতক সেই এমপি জানান, আমাদের বিন্দুমাত্র পরিস্থিতি সর্ম্পকে জানানো হয়নি।এমন কি কোনো খুদে বার্তা দেননি। অথচ নিজের কাছের আত্মীয়স্বজনকে ঠিকই বার্তা পাঠিয়েছেন।সূত্রে আরও জানা যায়, ৩ আগস্ট দেশের সার্বিক পরিস্থিতির ওপর  নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি নিশ্চিত হয়ে শেখ হাসিনা  আত্মীয়দের নিরাপত্তার নির্দেশ দেন। সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে মৌখিকভাবে দেশ ছাড়ার কথা বলেন। এরপর তাপস সিঙ্গাপুর যান।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner