বাংলাদেশ ২৪ জুলাই ২০২৫

থাই-কম্বোডিয়া সীমান্তে উত্তেজনা, বাংলাদেশিদের দূতাবাসের সতর্কবার্তা

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই পরামর্শ দেয় দূতাবাস।বৃহস্পতিবার সকাল থেকে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে যুদ্ধাবস্থা বিরাজ করছে। কম্বোডিয়া থেকে ছোড়া মিসাইলে এখন পর্যন্ত নয় জন থাই নাগরিকের মৃত্যুর সংবাদ পাওয়া গিয়েছে। এর বিপরীতে থাইল্যান্ড থেকে আকাশপথে অভিযান চালানো হয় কম্বোডিয়ায়।বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে ভ্রমণ বা বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের নিরাপদ অবস্থানে থাকতে বা সরে যেতে পরামর্শ দেয়া হচ্ছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোন তথ্য বা মত প্রকাশ করার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।এছাড়াও বাংলাদেশি নাগরিকদের জরুরি প্রয়োজনে +৬৬৮১৮৭০৮৪৪৩ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner