বাংলাদেশ ২৪ জুলাই ২০২৫

নতুন বেতন কমিশন গঠন করেছে সরকার

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি নতুন পে কমিশন গঠন করেছে।আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিত বৈঠকে এই কমিশন গঠন করা হয়।প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর এক বিবৃতিতে এ কমিশন গঠনের কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে— “প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মচারী ও কর্মকর্তাদের জন্য একটি নতুন বেতন কমিশন গঠন করেছে।” বিবৃতিতে আরও বলা হয়েছে— প্রাক্তন অর্থ সচিব জাকির আহমেদ খান বেতন কমিশনের নেতৃত্ব দেবেন। বেতন কমিশন ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner