পূর্ব লন্ডনের বাঙালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস বারার প্রাণকেন্দ্র হোয়াইটচ্যাপেল মার্কেটটি সম্প্রতি বেস্ট লার্জ আউটডোর মার্কেট ক্যাটাগরিতে গ্রেট ব্রিটিশ মার্কেট এওয়ার্ড লাভ করেছে।
লন্ডনের অন্যতম ব্যস্ত ও এওয়ার্ড প্রাপ্ত মার্কেট এবং হোয়াইটচ্যাপেল রোড এলাকার খোলা জায়গাগুলোকে আরো আকর্ষনীয় করতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় কমিউনিটির বৈচিত্র্য তুলে ধরে হোয়াইটচ্যাপেল রোডের গেটে বা প্রবেশমুখে ওয়েলকাম বা স্বাগতম লিখে লন্ডনের অন্যতম ব্যস্ত এবং এওয়ার্ড প্রাপ্ত হোয়াইটচ্যাপেল মার্কেটে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের স্বাগত জানাতে ২০শে জুন থেকে একটি প্রতিযোগিতার আয়োজন করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, এনএলএ এবং নাইনটি ফোর গ্রুপ। প্রতিযোগিতাটি স্থপতি, ল্যান্ডস্কেপ স্থপতি, ডিজাইনার এবং শিল্পীদের জন্য উন্মুক্ত।
টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুতফুর রহমান বলেছেন, “হোয়াইটচ্যাপেল রোড সবার জন্য সব সময়েই একটি আকর্ষণীয় গন্তব্য। অ্যাওয়ার্ড বিজয়ী মার্কেটটি সব আগন্তুকের কেন্দ্রবিন্দু। আমরা এই এলাকা, এই মার্কেট এবং আমাদের স্থানীয় কমিউনিটিকে নতুনভাবে সাজিয়ে কেনাকাটা, খাওয়া—দাওয়া এবং পরিদর্শনের জন্য আরো এবং আকর্ষনীয় এবং উৎসাহিত করতে চাই।”
মেয়র বলেন, “এটি সৃজনশীল পেশাদার ডিজাইনারদের জন্য একটি রোমাঞ্চকর প্রতিযোগিতা। তারা তাদের ডিজাইনের মাধ্যমে হোয়াইটচ্যাপেলের প্রকৃত রূপ তুলে ধরতে পারবেন, এবং আমি তা দেখার জন্য উদগ্রীব হয়ে আছি। এই প্রতিযোগিতায় আমি বিশেষভাবে স্থানীয় আর্কিটেক্ট এবং ডিজাইনারদের নকশা দেখতে চাই। এই সুযোগটি গ্রহণ করতে আমি তাদের আহ্বান জানাচ্ছি।”
বৈচিত্র, পরিচয় এবং জনজীবনের জন্য নকশাঃ
মার্কেটের পশ্চিম, পূর্ব, এবং স্টেশনের প্রবেশমুখে এমন একটি দৃষ্টিনন্দন চিত্র বা ভিজ্যুয়াল পয়েন্ট তৈরির জন্য প্রতিযোগীদের আহ্বান জানানো হয়েছে যা আগন্তুকদের ভিতরে শক্তিশালী একটি অনুভুতি এবং তাদের মধ্যে এই জায়গা সম্পর্কে একটা অহংকারবোধ তৈরী করতে সমর্থ হবে। নকশায় সংক্ষিপ্তভাবে এবং স্থায়ীরূপে হোয়াইটচ্যাপেলর সমৃদ্ধ সাংস্কৃতিক এবং ঐতিহাসিক ঐতিহ্যকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়েছে।
২০২৫ সালের জুলাইয়ে ছয়টি টিমকে নির্বাচন করা হবে এবং তাদের নকশাগুলি আরও উন্নয়নের লক্ষ্যে জন প্রতি ভিএটিসহ ২ হাজার পাউন্ড সম্মাননা প্রদান করা হবে। নির্বাচিত প্রস্তাবিত নকশা গুলো ২০২৫ সালের শীতকালে জনসম্মুখে প্রদর্শন করে জনমত গ্রহণ করা হবে। আর সেপ্টেম্বর মাসে ঘোষণা করা হবে বিজয়ী টিমের নাম। লন্ডন আর্কিটেকচার ফেস্টিভালের সাথে মিলিয়ে ২০২৬ সালের গ্রীষ্মে চূড়ান্ত নকশাটি স্থাপনের জন্য উন্মুক্ত করা হবে।
স্থানীয় পরিচয় এবং অ্যাকসেলেন্ট ডিজাইন উদযাপনঃ
হোয়াইটচ্যাপেল রোডের উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে হোয়াইটচ্যাপেল মার্কেটে ব্যাপক পরিবর্তন মধ্য দিয়ে যাচ্ছে। এর ফলে এই এলাকার নতুন অবকাঠামো গঠনের জন্য এই প্রতিযোগিতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী সুযোগ এনে দিয়েছে। নতুন প্রস্তাবিত নকশার মধ্যে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উন্নতির আশা, পথ নির্দেশনা এবং জনসাধারণের আকাঙ্খা এবং তৃণমূল কমিউনিটির সাথে সৃজনশীল অভিব্যক্তি প্রকাশের একটা সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
এনএলএ’র প্রতিশ্রুতি অনুযায়ী, জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করে দীর্ঘমেয়াদী স্থিতিশীল পরিবেশ রেখে উচ্চমান সম্পন্ন একটি নকশা প্রণয়নের এই কমিশন গঠন করা হয়েছে।
এনএলএ—এর হেড অব কোলাবরেটর রোজা রেজিনা বলেছেন, “হোয়াইটচ্যাপেল লন্ডনের সবচেয়ে বেশি বৈচিত্রে ভরা গতিশীল এলাকার অন্যতম একটি স্থান। যেখানে ইতিহাস, সংস্কৃতি এবং বিভিন্ন সম্প্রদায়ের চিন্তাভাবনা বেশ বিস্তৃত। এ কারণে নকশা প্রণয়ন কারীর কাছে আমরা এই এলাকার বৈশিষ্ট্য নিয়ে বিস্তৃতভাবে চিন্তাভাবনা করার আহ্বান জানাচ্ছি। এর মাধ্যমে আমরা শক্তিশালী এবং দৃষ্টিনন্দন একটি চিত্র আকঁতে পারি যেখানে শুধুমাত্র হোয়াইটচ্যাপেলে আসার অভিজ্ঞতাকে তুলে ধরবে না, বরং এর মধ্যে স্থানীয় মানুষের গল্প এবং ভবিষ্যতের নিদর্শন থাকবে।”
এনএফজির প্রতিষ্ঠাতা এডাম গ্রীন বলেছেন, “এই উদ্যোগ নেওয়ার প্রধান ভিত্তি হল, এলাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে সমন্বিত ভাবে তুলে ধরার মাধ্যমে হোয়াইটচ্যাপেল মার্কেটের প্রবেশদ্বার গুলোকে আরো বেশি আলোকিত করার। কমিউনিটির ঘনিষ্ঠ সহযোগিতার মধ্য দিয়ে আমরা একটি শৈল্পিক নকশা প্রণয়নের মাধ্যমে এই এলাকাকে আরো বেশি আকর্ষণীয় করতে চাই পর্যটক বা পরিদর্শকদের কাছে, যেখান থেকে সামাজিক বন্ধন অটুট হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং পরিদর্শক বা পর্যটকদেও মধ্যে একটি সমৃদ্ধ অভিজ্ঞতা তৈরিতে সহায়ক হয়।”
এই প্রতিযোগিতাটি স্থপতি, ডিজাইনার, শিল্পী সহ অন্যান্য সৃজনশীলদের জন্য উন্মুক্ত। বিশেষ করে যারা স্থানীয়ভাবে বিভিন্ন সংগঠন বা প্রতিনিধিত্বহীন বিশেষ গ্রুপ বা গোষ্ঠীর সাথে জড়িত আছেন তাদের সবার সমন্বিত উদ্যোগকে আমরা উৎসাহিত করি এবং স্বাগত জানাই।
আগামী ২৪ শে জুলাই, বৃহস্পতিবার ১২ টার মধ্যে প্রথম ধাপে প্রস্তাবিত নকশা জমা দিতে হবে।
পুরো প্রতিযোগিতার ব্যাপারে বিস্তারিত জানতে হলে নিচের দুটি লিংকে ভিজিট করতে হবে।
- FTS link here: HAR6080 Gateways to Whitechapel Market - Find a Tender
- ProContract link here: HAR6080 Gateways to Whitechapel Market