আন্তর্জাতিক ১৫ জুলাই ২০২৫

নাইজেরিয়ার সাবেক রাষ্ট্রপতি মুহাম্মদু বুহারির মৃত্যু

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

নাইজেরিয়া:
নাইজেরিয়ার সাবেক সামরিক শাসক ও রাষ্ট্রপতি মুহাম্মদু বুহারি ৮২ বছর বয়সে মারা গেছেন। ১৯৮০-এর দশকে তিনি কঠোর শাসন পরিচালনা করেন এবং ২০১৫ সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হন। তার শাসনকালে অর্থনৈতিক মন্দা ও জঙ্গি হামলা বেড়ে যায়। তিনি উত্তর নাইজেরিয়ায় জনপ্রিয় ছিলেন।মুহাম্মদু বুহারি, যিনি ১৯৪২ সালের ১৭ ডিসেম্বর উত্তর নাইজেরিয়ার দাউরায় জন্মগ্রহণ করেন, ১৩ জুলাই ২০২৫ সালে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১৯৮৩ সালে তিনি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতি শেহু শাগারিকে ক্ষমতাচ্যুত করেন এবং ১৯৮৫ সাল পর্যন্ত শাসন করেন। তার শাসনকালে ‘ইন্ডিসিপ্লিনের বিরুদ্ধে যুদ্ধ’ প্রচারণা দমনমূলক নীতি, গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের জন্ম দেয়। ১৯৮৫ সালে আরেকটি অভ্যুত্থানে তাকে ক্ষমতাচ্যুত করা হয় এবং তিন বছর গৃহবন্দী থাকেন।২০০৩, ২০০৭ এবং ২০১১ সালে রাষ্ট্রপতি নির্বাচনে ব্যর্থ হওয়ার পর, ২০১৫ সালে বুহারি গুডলাক জোনাথনকে পরাজিত করে নাইজেরিয়ার ইতিহাসে প্রথমবারের মতো একজন বর্তমান রাষ্ট্রপতিকে ক্ষমতাচ্যুত করেন। তিনি নিজেকে ‘সংস্কারপন্থী গণতন্ত্রী’ হিসেবে প্রচার করেন এবং ইয়েমি ওসিনবাজোকে সহ-রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ করেন। তিনি বলেন, “আমি সবার এবং কারো নই,” যা তার শাসনের মূলমন্ত্র হয়ে ওঠে। তবে, মন্ত্রিসভা গঠনে পাঁচ মাস বিলম্ব এবং পুরনো সামরিক নীতির পুনঃপ্রয়োগ তার জনপ্রিয়তা কমায়।বুহারির দুই মেয়াদের শাসনকালে (২০১৫-২০২৩) নাইজেরিয়া গুরুতর নিরাপত্তা ও অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়। বোকো হারামের জঙ্গি হামলা, অপহরণ এবং হত্যাকাণ্ড অব্যাহত থাকে, যদিও সরকার দাবি করে জঙ্গিরা ‘প্রযুক্তিগতভাবে পরাজিত’। ২০২০ সালে লাগোসে পুলিশ নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভে সেনাবাহিনীর গুলিতে শান্তিপূর্ণ প্রতিবাদকারীরা নিহত হয়, কিন্তু বুহারির জাতীয় ভাষণে এই ঘটনা উল্লেখ করা হয়নি। অর্থনীতিতে দুটি মন্দা এবং নাইরার মূল্যহ্রাস দেশটিকে অস্থিতিশীল করে। হাজার হাজার তরুণ দেশ ছেড়ে চলে যায়।তার কঠোর সামরিক অতীত সত্ত্বেও, উত্তর নাইজেরিয়ায় বুহারি জনপ্রিয় ছিলেন। অনেকে তার নীতির ব্যর্থতার জন্য তার চারপাশের লোকজনকে দায়ী করেন। তিনি ১৯৭১ সালে সাফিনাতু ইউসুফকে বিয়ে করেন, যা বিচ্ছেদে শেষ হয়। ১৯৮৯ সালে তিনি আইশা হালিলুকে বিয়ে করেন। তার প্রথম স্ত্রীর চার কন্যা এবং দ্বিতীয় স্ত্রীর এক পুত্র ও চার কন্যা তাকে অতিক্রম করেছেন।সূত্র: The Guardian

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner