বাংলাদেশ ০৯ জুলাই ২০২৫

ফুটবলার ঋতুপর্ণার অসুস্থ মাকে দেখতে গ্রামের বাড়িতে রিজভী

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

রাঙামাটি:
বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা ঋতুপর্ণা চাকমার মায়ের চিকিৎসায় পাশে দাঁড়াল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।বুধবার সকালে বৃষ্টি উপেক্ষা করে কর্দমাক্ত ও জলাবদ্ধ পথে হেঁটে ছড়া মাড়িয়ে ঋতুপর্ণার মায়ের শারীরিক ও স্বাস্থ্যের খোঁজ নিতে তাদের রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুর্গম মগাইছড়ি গ্রামের বাড়িতে গেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।এ সময় রুহুল কবির রিজভী বলেন, জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার মা অসুস্থ। এ খবর শুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত ঋতুপর্ণা চাকমার মায়ের সঙ্গে দেখা করার নির্দেশনা দেন।নির্দেশনা পেয়ে মগাইছড়ি গ্রামে তার বাড়িতে আসি। ঋতুপর্ণার মায়ের সঙ্গে দেখা করে তার রোগমুক্তির প্রার্থনা করেছি। তাকে তারেক রহমানের সহযোগিতা পৌঁছে দিয়েছি।তিনি আরও বলেন,মগাইছড়ি গ্রামে যাতায়াতে সড়ক নির্মাণ নিয়ে গত ১৭ বছর ধরে উন্নয়নের যে বুলি উড়ানো হয়েছে, আজকে আমরা এখানে এসে দেখতে পেলাম তার বাস্তব প্রমাণ কিছুই নেই। এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবিও তুলে ধরেন তিনি।এ সময় দলটির পক্ষে ঋতুপর্ণার মা বসুপতি চাকমার যাবতীয় চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়ে তার (ঋতুপর্ণার মা) ও পরিবারের প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভ কামনা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেন তিনি।ঋতুপর্ণার মা বসুপতি ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন।রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলটিতে ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।এছাড়া রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রাজীব জাফর চৌধুরী এবং জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন উপস্থিত ছিলেন।এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে ১ লাখ টাকা এবং জেলা বিএনপি থেকে ১ লাখ টাকার অনুদান বসুপতির হাতে তুলে দেন রুহুল কবির রিজভীর নেতৃত্বাধীন প্রতিনিধি দলটির সদস্যরা।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner