বাংলাদেশ ২৭ জুন ২০২৫

দক্ষিণাঞ্চলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
দেশের দক্ষিণ ও উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।দপ্তরটি জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই এলাকাগুলোতে বৃষ্টির সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।ঝড়ো আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট সব নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে সমুদ্রের অবস্থাও অস্থিতিশীল। আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তার আশপাশে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।এর প্রভাবে শুক্রবার (২৭ জুন) সন্ধ্যা নাগাদ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।লঘুচাপের কারণে সম্ভাব্য ক্ষতি এড়াতে চট্টগ্রাম, পায়রা, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner