বাংলাদেশ ২১ জুন ২০২৫

লক্ষ্য অর্জনে এনসিপিকে সবাই সাহায্য করবে: মির্জা ফখরুল

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এনসিপি আগামীকাল নিবন্ধনের জন্য আবেদন করবে এবং তাদের প্রতি প্রত্যাশা অনেক বেশি। তিনি আশা প্রকাশ করে বলেন,লক্ষ্য অর্জনে সবাই এনসিপিকে সহযোগিতা করবে।শনিবার (২১ জুন) বিকেলে রাজধানীর ডিআরইউতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।মির্জা ফখরুল বলেন, দেশে অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের একটি সুযোগ তৈরি হয়েছে এবং ঐক্যবদ্ধ থাকলেই তা বাস্তবায়ন সম্ভব।নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন,ফেব্রুয়ারির মধ্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের আশা পূরণ হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে, যা সংস্কার করতে হবে।এ ছাড়া ফখরুল অভিযোগ করে বলেন, ফ্যাসিস্টরা দেশটাকে ধ্বংস করেছে এবং তারা বিপুল অর্থ সুইস ব্যাংকে জমা রেখেছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner