বিনোদন ১৮ জুন ২০২৫

শাকিব খানের ‘তাণ্ডব’ পাইরেসির মূলহোতা গ্রেফতার

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

বিনোদনঃ
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘তান্ডব’ সিনেমার পাইরেসির মূলহোতা টিপু সুলতানকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার রাতে নোয়াখালী জেলা শহর মাইজদীর মোহাম্মদিয়া হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বনানী থানায় দায়েরকৃত মামলায় তাকে হস্তান্তর করা হবে।গ্রেপ্তারকৃত টিপু সুলতান বেগমগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।পুলিশ জানায়, ‘তান্ডব’ সিনেমা মুক্তির পরপরই অনলাইনে এর এইচডি (হাই ডেফিনিশন) পাইরেটেড সংস্করণ ছড়িয়ে পড়ে, যা চলচ্চিত্র শিল্পের জন্য একটি বড় ধাক্কা ছিল। প্রযোজনা সংস্থা এবং সংশ্লিষ্ট কলাকুশলীরা এতে চরম হতাশা প্রকাশ করেন। এ ঘটনায় সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভুইয়া (শাহরিয়ার শাকিল) উক্ত আসামিসহ আরও এজাহারনামীয় কয়েকজনের বিরুদ্ধে ঢাকা বনানী থানায় মামলা দায়ের করেন।নোয়াখালী ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আশরাফ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল এই ঘটনার তদন্তে নামে এবং দীর্ঘ নজরদারির পর মূলহোতাকে শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিকে বনানী থানা হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner