নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
পাকিস্তান: ইরান ও ইসরায়েলের মধ্যে কয়েক দিন ধরে হামলা-পাল্টা হামলা চলছে। দুই দেশের মধ্যকার উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সব ধরনের আকাশ ও স্থলপথ বন্ধ করে দিয়েছে পাকিস্তান।সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি সোমবার (১৬ জুন) এক প্রতিবেদনে এ খবর জানায়।স্থানীয়দের আশঙ্কা, রোববার (১৫ জুন) থেকে কার্যকর হওয়া এই পদক্ষেপের ফলে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের বেশ কয়েকটি জেলায় খাদ্য ও তেলের ঘাটতি দেখা দিতে পারে। কারণ প্রদেশটি ইরানের সীমান্তবর্তী এবং খাদ্য সরবরাহ ও ইরান থেকে আসা তেলের ওপর নির্ভরশীল।পাকিস্তানের সাথে ইরানের সংযোগকারী বেশ কয়েকটি স্থলপথ রয়েছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো চাঘি জেলার তাফতান সীমান্ত ক্রসিং এবং বেলুচিস্তানের গোয়াদর জেলার গাবদ-রিমদান সীমান্ত।বেলুচিস্তান প্রাদেশিক সরকারের মুখপাত্র শহিদ রিন্দ আনাদোলুকে জানান, ইরানের একই ধরনের পদক্ষেপের পর পাকিস্তানও সীমান্ত বন্ধ করে দিয়েছে। তিনি বলেন, ইরান বন্ধের উদ্যোগ নেয়ার পর থেকে দুই দেশের মধ্যে সব সীমান্ত ক্রসিং বাণিজ্য এবং পথচারীদের চলাচলের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। যদিও ক্রসিংগুলি উন্মুক্ত থাকবে এবং ইরানে আটকে পড়া পাকিস্তানিদের ফিরে আসার অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন বেলুচিস্তান প্রাদেশিক সরকারের মুখপাত্র। তবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইরানে নতুন করে কাউকে প্রবেশের অনুমতি দেয়া হবে না বলে তিনি উল্লেখ করেন। আটকে পড়া পাকিস্তানিদের প্রথম দলটির সোমবার তাফতান ক্রসিং দিয়ে ফিরে আসার কথা রয়েছে।
ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান
