স্বাস্থ্য ১৬ জুন ২০২৫

করোনায় দেশে ১৫ দিনে ৪ জনের মৃত্যু

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
দেশে আবারও করোনাভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ২৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। ২৯১ জনের নমুনা পরীক্ষা করে এদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে জানানো হয়, দেশে করোনায় নতুন করে আক্রান্ত ২৬ জনসহ এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৮৩৩ জনে দাঁড়িয়েছে। একইসঙ্গে দেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০৩ জনের।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ৪ জন সুস্থ হয়েছেন। ফলে এ সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৪১০ জনে দাঁড়িয়েছে। এদিকে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৯৩ শতাংশ।এর আগে শনিবার ১৩৯ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। তবে এদিন কারও মৃত্যু হয়নি ভাইরাসটিতে।উল্লেখ্য, গত ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু'দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner