বাংলাদেশ ১২ জুন ২০২৫

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অস্বীকৃতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
মুহাম্মদ আব্দুস সাত্তার, লন্ডন: ব্রিটিশ প্রধানমন্ত্রী স‍্যরা কিয়ার স্টারমার লন্ডন সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের সাথে সাক্ষাৎ করার অনুরোধে সম্মত হননি।ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস থেকে আজ জানানো হয়েছে যে, ড. ইউনুসের সাথে কিয়ার স্টারমারের সাক্ষাৎ করার কোন পরিকল্পনা নেই। ড. ইউনুসের ইচ্ছে ছিলো বাংলাদেশে শেখ হাসিনার সরকারের সময় দেশটি থেকে পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার উদ্ধারে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সমর্থন পেতে আগ্রহী ছিলেন। ড. ইউনুস বাংলাদেশ ছাড়ার আগে থেকেই তাঁর কার্যালয় থেকে ঘোষণা এসেছিলো যে, প্রান উপদেষ্টা লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। কিন্তু গতকাল মঙ্গলবারই জানা যায় যে, কিয়ার স্টারমারের দফতরের কাছ থেকে কোন নিশ্চয়তা পাওয়া ছাড়াই তারা এ কথা মিডিয়াকে জানাতে শুরু করেন। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার সাংবাদিকদের জানান, কিয়ার স্টারমার এখন কানাডা সফরে আছেন,তিনি ফিরে এলেই একটা শিডিউল করে দুই সরকার প্রধানের বৈঠকের বিষয়টি চূড়ান্ত করা হবে। কিন্তু প্রকৃতপক্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রী এখনো কানাডা যাননি। যাবেন আগামি শনিবার। দেখা যাচ্ছে, এই দুই সরকার প্রধানের বৈঠক নিয়ে বাংলাদেশের কর্মকর্তারা প্রথম থেকেই ভিত্তিহীন প্রচারণা চালিয়ে এসেছেন, যা নিশ্চিতভাবেই বাংলাদেশ ও ড. ইউনুসের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুন্ন করেছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner