টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন স্পিটালফিল্ড এন্ড বাংলা টাউন ওয়ার্ডের কাউন্সিলর সুলুক আহমদ। এর আগে তিনি কাউন্সিলের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন কাউন্সিলর বেলাল উদ্দিন।
১৪ মে, বুধবার সন্ধ্যায় কাউন্সিল চেম্বারে অনুষ্ঠিত কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিদায়ী স্পিকার, কাউন্সিলর সাইফ উদ্দিন খালেদ আগামী এক বছরের জন্য কাউন্সিলের নতুন স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেন। এদিকে, নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ও প্রথম নাগরিক হিসেবে কাউন্সিলর সুলুক আহমেদ এবং ডেপুটি স্পিকার হিসেবে কাউন্সিলর বেলাল উদ্দিনের নির্বাচনে আন্তরিক অভিনন্দন। একইসঙ্গে কাউন্সিলর সাবিনা আক্তার ও কাউন্সিলর বদরুল চৌধুরীকে ক্যাবিনেটের নতুন সদস্য হিসেবে স্বাগত জানাই।”
মেয়র আরও বলেন, “আমাদের এই নেতৃত্বদানকারী টিম টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের সেবায় নিরলস ভাবে কাজ করবে এবং এলাকাকে সকলের জন্য আরও উন্নত করতে আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ।”
নতুন স্পিকার নির্বাচনঃ
২০২৫—২৬ বছরের জন্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পিকার পদে এস্পায়ার পার্টির পক্ষ থেকে কাউন্সিলর সুলুক আহমদ ও লেবার পার্টি পক্ষ থেকে কাউন্সিলর রেবেকা সুলতানার নাম প্রস্তাব করা হয়েছিল। নির্বাচিত হন কাউন্সিলর সুলুক আহমদ।
নবনির্বাচিত স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ গত ৫০ বছরের বেশি সময় ধরে টাওয়ার হ্যামলেটসে বসবাস করছেন। ২০১৩ সালে তিনি স্পিটালফিল্ড এন্ড বাংলা টাউন ওয়ার্ডে মেয়রস চ্যাম্পিয়ন হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সাল থেকে তিনি এই ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়ে আসছেন।
স্পিকার সুলুক আহমেদ কিশোর বয়সে ১৯৭৫ সালে বিলেতে এসেছিলেন। কাউন্সিলর সুলুক আহমেদের বাবা প্রয়াত সমুজ আলী টাওয়ার হ্যামলেটসের ব্রিকলেন এলাকার একজন পুরনো গার্মেন্টস ব্যবসায়ী ছিলেন। স্পিকার সুলুক আহমদ একজন সফল ইয়ূথ ওয়ার্কার ছিলেন এবং ব্যক্তিগত জীবনে তিনি নিজেও একজন সফল ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবত আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। ব্যক্তিগত জীবনে তিনি ৩ মেয়ে ও ৩ ছেলের জনক।
নবনির্বাচিত স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ দায়িত্ব গ্রহণের পর এক সংক্ষিপ্ত বক্তব্যে সকল সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানান। স্পিকার হিসেবে দায়িত্ব পালনকালে ইয়ূথ, ডিজেবিলিটি এবং রাফ স্লিপার অর্থাৎ রাস্তায় রাত্রিযাপনকারীদের সহযোগিতা করে এমন দুটি চ্যারিটিকে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। আগামী কেবিনেট মিটিংয়ে তিনি তাঁর পছন্দের দুটি চ্যারিটি নাম ঘোষণা করবেন বলে জানিয়েছেন নবনির্বাচিত স্পিকার সুলুক আহমদ।
ডেপুটি স্পিকার কাউন্সিলর বেলাল উদ্দিনঃ
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন এস্পায়ার পার্টির কাউন্সিলর বেলাল উদ্দিন। তিনি ব্ল্যাকওয়েল এবং কিউবিট টাউন ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন।
ডেপুটি স্পিকার পদে লেবার পার্টির কাউন্সিলর লিলু আহমদের নামও প্রস্তাব করা হয়েছিল।
কেবিনেটে যুক্ত হলেন নতুন দুই লিড মেম্বারঃ
কাউন্সিলের এজিএম—এ দুটি কেবিনেট পোস্টের লিড মেম্বার পদে এস্পায়ার পার্টির নতুন দুজন কাউন্সিলরকে দায়িত্ব দেওয়া হয়েছে। হেলথ, ওয়েলবিং এন্ড সোশ্যাল কেয়ার বিষয়ক লিড মেম্বার হয়েছেন স্টেপনিগ্রীন ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর সাবিনা আখতার। ব্রোমলি সাউথ ওয়ার্ডের কাউন্সিলর বদরুল চৌধুরীকে দেওয়া হয়েছে ইকুয়ালিটিস এন্ড সোশ্যাল ইনক্লুসনের লিড মেম্বারের দায়িত্ব। ডেপুটি মেয়র পদে কাউন্সিলর মাইয়ূম মিয়া তালুকদার বহাল রয়েছেন এবং একই সাথে তিনি আগের মতই চিলড্রেন এন্ড এডুকেশন বিষয়ক কেবিনেট মেম্বারের দায়িত্ব পালন করবেন। কেবিনেটের অন্য লিড মেম্বাররা হলেনঃ রিসোর্স এন্ড কষ্ট অব লিভিং লিড মেম্বার কাউন্সিলর সাঈদ আহমেটি এবং উপকমিটি পুনর্গঠন করা হয়েছে।
ওভারভিউ এন্ড স্ক্রুটিনি কমিটির চেয়ার হয়েছেন কাউন্সিলর আব্দুল ওয়াহিদ, ডেভেলপমেন্ট কমিটির চেয়ার কাউন্সিলর ইকবাল হোসাইন, স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট কমিটির চেয়ার কাউন্সিলর আমিন রহমান, জেনারেল পারপাস কমিটির চেয়ার কাউন্সিলর আহমুদুল কবির, পেনশনস্ কমিটির চেয়ার কাউন্সিলর আনা মিয়া, লাইসেন্স কমিটির চেয়ার কাউন্সিলর পিটার গোল্ড এবং দ্যা হিউম্যান রিসোর্স কমিটির চেয়ার হয়েছেন কাউন্সিলর হারুন মিয়া।