বাংলাদেশ ১৪ মে ২০২৫

ছাত্রদলের সভাপতির হুঁশিয়ারি ভবিষ্যতে নেতাকর্মী আক্রান্ত হলে সরকার পতনের আন্দোলন শুরু হবে

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যায় দেশব্যাপী বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। নেতাকর্মী আক্রান্ত হলে সরকার পতনের আন্দোলনে নামবে বলে অন্তর্বর্তী সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছে বিএনপির ছাত্রসংগঠটি।একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে ছাত্রদল। আজ বুধবার  দুপুরে ছাত্রদলের পক্ষে এমন হুঁশিয়ারি দেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।বুধবার যোহরের নামাজের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সাম্যের জানাজা শেষে ছাত্রদল রাজু ভাস্কর্য থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে, কেন্দ্রীয় মসজিদ, মধুর ক্যান্টিন হয়ে উপাচার্য চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকসহ  কেন্দ্রীয় ও ঢাবি শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সমাবেশে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের কাছ থেকে কোনো স্পষ্ট বক্তব্য পাইনি। এর আগেও ঢাবি এলাকায় মাদকসেবীদের দ্বারা আমাদের ছাত্ররা আক্রান্ত হয়েছে। বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যান এখন মাদকসেবীদের অভয়ারণ্য হয়ে উঠেছে। ছাত্রসমাজের মধ্য থেকে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবি উঠেছে। আশা করি, তারা সেই দাবি শুনবেন ও পদত্যাগ করবেন।তিনি বলেন, সুষ্ঠু তদন্ত করে খুনিদের সর্বোচ্চ শাস্তি চাই। আর যদি ভবিষ্যতে রাজধানী ঢাকাসহ দেশের কোথাও ছাত্রদলের কোনো নেতাকর্মী আক্রান্ত হয়, এবং সরকার কোনো ব্যবস্থা না নেয়, তবে সরকার পতনের আন্দোলনে রাজপথে নামবে ছাত্রদল। আমরা ছাড় দিয়ে কথা বলবো না। আমরা রক্ত ভয় করি না।সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, বিভিন্ন ক্যাম্পাসে হত্যার রাজনীতি শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে একজন মানসিক ভারসাম্যহীনকে হত্যা করা হয়েছে। প্রাইম বিশ্ববিদ্যালয়ে আমাদের এক নেতাকে হত্যা করা হয়েছে। আজ ছাত্রদলের পরীক্ষিত নেতা শাহরিয়ার আলম সাম্যকে যেভাবে হত্যা করেছে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শতভাগ নিক্রিয় ছিল।দেশব্যপী ছাত্রদলের যত বিক্ষোভ : শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদ জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ইসলামী  বিশ্ববিদ্যালয় ছাত্রদল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল, শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রদল, সরকারি বিএম কলেজ ছাত্রদল, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল, ময়মনসিংহ মহানরের অধীনস্থ আলমগীর মনসুর মিন্টু মেমোরিয়াল কলেজ ছাত্রদল, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রদল, সুনামগঞ্জ দিরাই সরকারি কলেজ ছাত্রদল, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল, মিঠাপুকুর উপজেলা ও মিঠাপুকুর কলেজ ছাত্রদল, খুলনা আযম খান সরকারি কমার্স কলেজ ছাত্রদল, ইসলামপুর বিশ্ববিদ্যালয় কলেজ  ছাত্রদল, কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রদল, মনিরামপুর সরকারী কলেজ ছাত্রদল, ওমরগণি এম. ই. এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল, শেরপুর সরকারি কলেজ ছাত্রদল, ভোলা সদর উপজেলা ছাত্রদল, শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট কলেজ ছাত্রদল, মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদল, নাসিরাবাদ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। তাদের দাবি- এ হত্যাকান্ডের সঠিক তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা।

হত্যাকান্ডে মামলা-গ্রেফতার : বুধবার সকালে নিহত শাহরিয়ার আলম সাম্যের  বড় ভাই শরীফুল ইসলাম ডিএমপির শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এরপর পুলিশের অভিযানে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তামিম হাওলাদার (৩০), পলাশ সরদার (৩০) ও সম্রাট মল্লিক (২৮) নামে তিনজনকে আটক করা হয়। পুলিশ জানায়, আটকরা থাকতেন এবং মাদক সেবনের উদ্দেশ্যেই ঘটনাস্থলে গিয়েছিলেন। শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, হত্যাকান্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৩ মে) রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner