নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
বিনোদনঃ পর্দা নামল বহুল প্রতীক্ষিত মেট গালার। যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের মর্যাদাপূর্ণ এই মেট গালার লাল কার্পেটে হেঁটে এক ইতিহাস লিখলেন ৫৯ বছর বয়সী বলিউড বাদশা শাহরুখ খান। প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালায় ইতিহাস লিখলেন শাহরুখ খান।এ বছর গালার থিম ছিল 'টেইলর্ড ফর ইউ' এবং সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল।সব্যসাচীর মূখার্জীর পোশাক পরে বিনোদন জগতে আলোড়ন সৃষ্টি করলেন এই বলিউড কিংবদন্তি।শাহরুখ খানের পরনে ছিল একটি দীর্ঘ, রাজকীয় কোট – যেটি তৈরি ছিল উন্নতমানের তাসমানিয়ান উলের। কোটের সাথে মিলিয়ে ছিল সিল্কের শার্ট, স্ট্রাকচার্ড ট্রাউজার ও স্যাটিন কোমরবন্ধ,যা পুরো লুকটিকে দিয়েছিল এক আভিজাত্য ও শৈল্পিক ভারসাম্য।কিং খানের গলায় ছিল হীরায় মোড়া বিশাল ‘কে’ পেনড্যান্ট আর একগুচ্ছ জুয়েলড চেইন,হাতে ছিল বাঘের মাথা বসানো একটি ঝকঝকে ছড়ি, যা ছিল তাঁর সাজের অন্যতম আকর্ষণ।অনেকেই মনে করছেন, শাহরুখের এই উপস্থিতি শুধু ফ্যাশন নয়, ভারতীয় সংস্কৃতি ও পোশাকের আন্তর্জাতিক প্রভাবকেও দৃঢ়ভাবে তুলে ধরেছে।মেট গালার মঞ্চে এই উপস্থিতির মধ্য দিয়ে শাহরুখ খান প্রমাণ করেছেন,তিনি শুধু বলিউড নয়—বিশ্ব ফ্যাশন মঞ্চেও এক উজ্জ্বল মুখ।বর্তমানে শাহরুখ খান ব্যস্ত আছেন তার পরবর্তী ছবি 'কিং' এর শুটিং নিয়ে।
মেট গালায় শাহরুখ খানের রাজকীয় লুক
