খেলাধুলা ০৭ মে ২০২৫

পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেলেন রোনাল্ডোর বড় ছেলে

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

স্পোর্টস ডেস্কঃ
ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বড় ছেলে ক্রিস্টিয়ানো ডস সান্তোস প্রথমবারের মত পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেয়েছেন।১৪ বছর বয়সী সান্তোস বাবার মতই ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের জুনিয়র দলে খেলেছেন। আগামী ১৩-১৮ মে ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিতব্য ভøাটকো মারকোভিচ ইয়ুথ টুর্ণামেন্টে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দল জাপান, গ্রীস ও ইংল্যান্ডের মোকাবেলা করবে।রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডো এখনো ৪০ বছর বয়সে পর্তুগাল জাতীয় দলে খেলে চলেছেন। তার পাঁচ সন্তান রয়েছে।পর্তুগালের জার্সিতে পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনাল্ডো ইউরো ২০১৬ জয় করেছেন। এটাই পর্তুগালের এখনো পর্যন্ত সবচেয়ে বড় অর্জন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner