বাংলাদেশ ০৪ মে ২০২৫

গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান এনসিপির আরেক নেতা আব্দুল হান্নান মাসউদ।হান্নান মাসউদ তার পোস্টে জানান, গাজীপুরের চান্দনায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। আশপাশে যারা আছেন দ্রুত এগিয়ে আসেন, প্লিজ।একই তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লিকেছেন, হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।জানা যায়, হাসনাত আব্দুল্লাহর গাড়িতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে হামলাকারীরা। এ ঘটনার কয়েকটি ছবি শেয়ার করেছেন সারজিস আলম। এতে দেখা যায়, হাসনাতকে বহন করা গাড়িটির বেশ ক্ষতি হয়েছে। হাত থেকে রক্ত ঝরছে। আরেক পোস্টে সারজিস আলম জানান, হাসনাত যে গাড়িতে আসছিলেন সেই গাড়িতে ধারালো অস্ত্র দিয়ে গাড়িতে আঘাত করা হয়েছিল। এ হামলার ঘটনায় বিস্ময় প্রকাশ করেন তিনি।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner