বাংলাদেশ ০১ মে ২০২৫

আজ শ্রমিক সমাবেশ করবে বিএনপি, বক্তব্য দেবেন তারেক রহমান

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে রাজধানীতে সমাবেশ করবে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সমাবেশে নির্দেশনামূলক বক্তব্য দেবেন।বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই শ্রমিক সমাবেশ শুরু হবে। সমাবেশে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারাও বক্তব্য রাখবেন।শ্রমিক দিবস উপলক্ষে এই শ্রমিক সমাবেশ হলেও দীর্ঘদিন পর এটি বিএনপির মাঠের কর্মসূচি। দ্রুত নির্বাচনের দাবিতে সোচ্চার থাকা বিএনপি এই শ্রমিক সমাবেশের মধ্য দিয়েও দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের দাবি জানাবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমাবেশে নির্দেশনামূলক বক্তব্য দেবেন।এদিকে শ্রমিক সমাবেশ সামনে রেখে বুধবার (৩০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে শ্রমিক দল। সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শ্রমিক সমাবেশ সফলে রাজধানীতে শ্রমিক দলের পক্ষ থেকে তাদের ১২ দফা দাবির লিফলেট বিতরণ করা হচ্ছে, প্রচার-প্রচারণা চলছে। ব্যানার-ফেস্টুন করা হয়েছে।শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করবেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner