বাংলাদেশ ২৪ এপ্রিল ২০২৫

কুয়েটে ভিসির পদত্যাগ দাবিতে কফিন মিছিল, শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তাল

post

মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) অস্থির সময় পার করছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ‘কফিন মিছিল’ বের করে, যা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে।

সন্ধ্যা সোয়া ৬টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে মিছিল শুরু হয়। এরপর এটি দুর্বার বাংলার পাদদেশ অতিক্রম করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে শিক্ষার্থীরা বেশ কিছু সময় ধরে ভিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন।

মিছিলে অংশগ্রহণকারীরা প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠেন। তারা বলেন, আমার ভাই মরছে, ভিসি কেন হাসছে? আমার ভাই শয্যায়, ভিসি কেন ক্ষমতায়? দেখ ভিসি চোখ খুলে, আমরা গুটিকয়েক নারে? কুয়েটিয়ানরা দিচ্ছে ডাক, দালাল ভিসি নিপাত যাক? গদি ধরে মারো টান, মাসুদ হবে খান খান? এক-দুই-তিন-চার, ভিসি তুই গদি ছাড়? আমার ভাই অনশনে, ভিসি কেন নিজ আসনে? 

কফিনের প্রতীকী ব্যবহার করে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি নিজেদের ক্ষোভ ও হতাশার বহিঃপ্রকাশ করেন। কফিনটি ছিল আন্দোলনের প্রতীক—যেখানে শিক্ষার্থীরা দেখাতে চেয়েছেন যে তারা আর নীরব থাকবে না।

মিছিল শেষে আন্দোলনকারীরা স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে এসে অবস্থান নেন এবং কর্মসূচি সমাপ্ত করেন। কফিন মিছিলে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।

শিক্ষার্থীরা জানিয়েছেন, যতদিন না ভিসি পদত্যাগ করছেন, ততদিন আন্দোলন চলবে। পরিস্থিতি উত্তাল থাকায় প্রশাসনিক ভবন ও আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে কুয়েটে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে এই কফিন মিছিল আন্দোলনের চরমরূপ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner