শীর্ষ খবর ২১ এপ্রিল ২০২৫

লন্ডনে বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

যুক্তরাজ্য:
যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ড. ফায়েজের বিয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। সেই অনুষ্ঠানেই দেখা মেলে আওয়ামী লীগের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী-এমপি ও নেতাদের।রোববার (২০ এপ্রিল) লন্ডনের অভিজাত গ্রীনিচ এলাকার হোটেল ইন্টার কন্টিনেন্টালে বিয়ের আয়োজন করা হয়।ওই বিয়ের ছবি-ভিডিও ফেসবুকে শেয়ার করেন যুক্তরাজ্যে অবস্থানরত দলটির বিভিন্ন নেতারা। মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।তাতে দেখা যায়, আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস‍্য হাবিবুর রহমান হাবিবসহ আরও অনেকেই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।ছবিতে সাবেক মন্ত্রী-এমপিদের বেশ হাসিখুশি দেখা যায়। বিয়েতে আসা নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন,অনেকের সঙ্গে ছবিও তোলেন তারা।ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে পালিয়ে দেশ ছাড়েন এসব এমপি-মন্ত্রীরা। পালিয়ে যাওয়ার কয়েক মাস পর থেকে বিভিন্ন দেশে প্রকাশ্যে আসতে থাকেন আওয়ামী লীগের এসব শীর্ষ নেতারা।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner