নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ দেশের ৮ জেলার উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসব জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।সোমবার (২১ এপ্রিল) কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এ তথ্য জানিয়েছেন।ফেসবুক পোস্টে তিনি লিখেছেন- আজ ফজরের নামাজের সময় থেকে ব্যাপক বজ্রপাতের আশংকা রয়েছে।
তিনি যেসব অঞ্চলের বাসিন্দাদের বিশেষভাবে সতর্ক করেছেন তা হলো-
ঢাকা বিভাগ: গাজীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল
রংপুর বিভাগ: গাইবান্ধা, কুড়িগ্রাম
রাজশাহী বিভাগ: বগুড়া, সিরাজগঞ্জ,
ময়মনিসংহ বিভাগ: শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা
সিলেট বিভাগ: সুনামগঞ্জ, হবিগঞ্জ
চট্টগ্রাম বিভাগ: ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, বান্দরবন
তিনি আরও লিখেন, উপরোক্ত জেলাগুলোর কৃষক ও কৃষি শ্রমিক ভাইদের অনুরোধ করা যাচ্ছে (সোমবার) ২১ এপ্রিল সকাল ১০ টা পর্যন্ত খেতে কৃষি কাজ করতে যাওয়া থেকে বিরত থাকার জন্য। নিজের অসাবধানতার জন্য বজ্রপাতে আক্রান্ত হয়ে নিজের পরিবারকে বিপদে না ফেলার অনুরোধ জানাচ্ছি সবাইকে।এ ছাড়া তিনি আরও উল্লেখ করেন, ঢাকা শহরের উপরে বৃষ্টির কিছু সম্ভাবনা রয়েছে সকাল ৬ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে। বিশেষ করে ঢাকা শহরের উত্তর-পূর্ব দিক ও পূর্ব দিকের উপজেলাগুলোর (ধামরাই, উত্তরা, গুলশান, বনানী, ডেমরা) উপরে।বিশেষ দ্রষ্টব্য অংশে তিনি লিখেন, আজকে বৃষ্টি খুবই ধীর গতিতে অগ্রসর হচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ-পূর্ব দিকে। ফলে চলমান বৃষ্টি দুপুর ১২ টা পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর উপরে।বজ্রপাত নিয়ে তিনি আবারও সতর্ক করে লিখেন, ব্যাপক বজ্রপাতের ঝুঁকি রয়েছে আজ রাতে। অনুগ্রহপূর্বক কোনো মানুষ রাতে আম কুড়াতে কিংবা মাছ ধরার জন্য ঘরের বাহিরে যাবেন না। বজ্রপাতের কারণে প্রচণ্ড মৃত্যু ঝুঁকি থাকবে আজ রাত থেকে আগামীকাল সকাল ৮টা পর্যন্ত।
সারা দেশে বজ্রপাত ও বৃষ্টির পূর্বাভাস
