অর্থনীতি ১৯ এপ্রিল ২০২৫

আবারও স্বর্ণের দামে রেকর্ড, ভরি ১৬৭৮৩৩ টাকা

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
দেশের বাজারে সোনার দাম আরেক দফা বেড়েছে। ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।শনিবার (১৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন দাম ২০ এপ্রিল থেকে কার্যকর হবে। এই দফায় তেজাবি সোনার দাম বাড়ানো হয়েছে এবং বাজার পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।নতুন দামে, ২২ ক্যারেটের সোনার প্রতি ভরি ১ লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬০ হাজার ২০৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৭ হাজার ৩০৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।বাজুস জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকারের নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুসের ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য থাকতে পারে।এটি চলতি বছর সোনার দাম সমন্বয়ের ২৩ তম ঘটনা, যার মধ্যে দাম বাড়ানো হয়েছে ১৭ বার এবং কমেছে ৬ বার। ২০২৪ সালে সোনার দাম মোট ৬২ বার সমন্বয় করা হয়েছে।এদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা ২ হাজার ৫৭৮ টাকায় বিক্রি হচ্ছে, যা পূর্ববর্তী দামেই রয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner