খেলাধুলা ১৮ এপ্রিল ২০২৫

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল পাকিস্তান

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

স্পোর্টস ডেস্ক:
ওয়ানডে বিশ্বকাপের টিকিট হাতে পেয়েছে পাকিস্তান নারী ক্রিকেট দল। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বে টানা ৪ ম্যাচে জয়ের মাধ্যমে বিশ্বকাপ খেলার জায়গা নিশ্চিত করেছে তারা। গত বৃহস্পতিবার থাইল্যান্ডকে ৮৭ রানের বড় ব্যবধানে পরাজিত করে ৬ দলের বাছাইপর্বে এবং এটি স্বাগতিক দলের চতুর্থ জয় পাকিস্তানের। এর আগের ম্যাচ গুলোতে পতিপক্ষ স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে পাকিস্তান খুব সহজেই হারিয়েছে। থাইল্যান্ডের সাথে ম্যাচ খেলতে নেমে শুরুতে ব্যাট করে পাকিস্তান ৬ উইকেটে ২০৫ রান তোলে। দলটির হয়ে ৩ নম্বরে ব্যাট করতে নামা সিদ্রা আমিন ১০৫ বলে ৮০ রান তোলেন। ফাতিমা সানা ৫৯ বলে ৬২ রান করেন। রামিন শামিম, ফাতেমা সানা ও নাশ্রা সাধু প্রত্যেকেই ৩ টি করে উইকেট নিয়ে থাইল্যান্ড এর খেলার ধারাকে পাল্টিয়ে দেয়। এতো চাপের মুখে পাকিস্তানের সামনে টিকে থেকে লড়াই করা থাইল্যান্ডের জন্য কঠিন হয়ে পরে। অবশেষে ১১৮ রানে অলআউট হয় থাইল্যান্ড।ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে ৮ টি দল অংশ নেবে। এর মধ্যে ৬ টি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ নিশ্চিত করেছে। বিশ্বকাপে খেলার জায়গা পাওয়া দলগুলো হলো স্বাগতিক ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। তবে বাছাইপর্ব থেকে ২ দল অংশ নিবে বিশ্বকাপে। আর এর মধ্যে পাকিস্তানের বিশ্বকাপে খেলার সুযোগ নিশ্চিত করেছে। বাকি একটি জায়গার লড়াইয়ে আছে বাংলাদেশ, ওয়েষ্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। বাংলাদেশ রবিন রাউন্ড গ্রুপে শেষ ম্যাচে প্রতিপক্ষ হিসেবে থাকবে স্বাগতিক পাকিস্তান। লড়াইটা কঠিন হলেও ওই ম্যাচে জয়লাভ হবে বাংলাদেশের প্রধান লক্ষ্য। ম্যাচে জিতলে বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের।অন্য ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ থাইল্যান্ডের মুখোমুখি হবে। ওয়েস্ট ইন্ডিজ বড় ব্যবধানে জিতলে এবং পাকিস্তানের কাছে বাংলাদেশ হারলে নেট রান রেটের প্যাচে পড়ে যাবে বাংলাদেশ। একইভাবে আয়ারল্যান্ডকে যদি স্কটল্যান্ড হারিয়ে দেয় তারাও বিশ্বকাপে খেলার শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবে। এই ৩ দলের মধ্যে থেকে পয়েন্টে এগিয়ে থেকে নয়তো নেট রান রেটের হিসাবে একদল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। এর মধ্যে আজ মাঠে নামছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner