বাংলাদেশ ১৪ এপ্রিল ২০২৫

পহেলা বৈশাখ আজ, স্বাগত ১৪৩২

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
পহেলা বৈশাখ আজ। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হবে নতুন বাংলা বর্ষ ১৪৩২। বাংলার চিরায়ত উৎসব চৈত্র সংক্রান্তি ছিল গতকাল রোববার। চৈত্র মাসের শেষ দিন চৈত্র সংক্রান্তি। আবার বাংলা বর্ষের শেষ দিনও। জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, ‘মুছে যাক গ্লানি’ এভাবে বিদায়ী সূর্যের কাছে এ আহŸান জানায় বাঙালি। পহেলা বৈশাখ আমাদের সকল সঙ্কীর্ণতা, পরিহার করে উদারনৈতিক জীবন-ব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে। আমাদের মনের ভিতরের সকল ক্লেদ, জীর্ণতা দূর করে আমাদের নতুন উদ্যোমে বাঁচার অনুপ্রেরণা দেয়। আমরা যে বাঙালি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি, পহেলা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই স্বাজাত্যবোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায়, উজ্জীবিত হয়।অন্য দিকে পহেলা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লোকউৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্র“টি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদ্যাপিত হয় নববর্ষ।আজ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মাতবে দেশ। ভোরের প্রথম আলো রাঙিয়ে দেবে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। রাজধানী এবং সারাদেশ জুড়ে থাকবে বর্ষবরণের নানা আয়োজন। ‘বাংলা নববর্ষ ১৪৩২’ জাঁকজমকপূর্ণ ভাবে উদ্যাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। দিনটি সরকারি ছুটির দিন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করবে। ঋষিজ শিল্পীগোষ্ঠীসহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠন যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ উদ্যাপন করবে। বাংলা নববর্ষের অনুষ্ঠান আবশ্যিকভাবে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে শুরু হবে। বাংলা নববর্ষের ইতিহাস ও ইউনেস্কো কর্তৃক এটিকে বিশ্ব সংস্কৃতির ঐতিহ্য হিসাবে অন্তর্ভুক্তির বিষয়টি তুলে ধরে এদিন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলা একাডেমির উদ্যোগে বিভিন্ন জাতীয় পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে।বাংলাদেশ শিল্পকলা একাডেমি দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। বাংলা নববর্ষে সকল কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে (এতিমখানা) উন্নতমানের ঐতিহ্যবাহী বাঙালি খাবার ও ইফতারের আয়োজন করা হয়েছে।এক সময় নববর্ষ পালিত হতো আর্তব উৎসব বা ঋতুধর্মী উৎসব হিসেবে। তখন এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষির, কারণ কৃষি কাজ ছিল ঋতুনির্ভর। পরে কৃষি কাজ ও খাজনা আদায়ের সুবিধার জন্য মোঘল সম্রাট আকবরের সময়ে বাংলা সন গণনার শুরু হয়। হিজরি চান্দ্রসন ও বাংলা সৌর সনের ওপর ভিত্তি করে প্রবর্তিত হয় নতুন এই বাংলা সন। অতীতে বাংলা নববর্ষের মূল উৎসব ছিল হালখাতা। এটি পুরোপুরিই একটি অর্থনৈতিক ব্যাপার।গ্রামে-গঞ্জে-নগরে ব্যবসায়ীরা নববর্ষের প্রারম্ভে তাঁদের পুরানো হিসাব-নিকাশ সম্পন্ন করে হিসাবের নতুন খাতা খুলতেন। এ উপলক্ষে তাঁরা নতুন-পুরাতন খদ্দেরদের আমন্ত্রণ জানিয়ে মিষ্টি বিতরণ করতেন এবং নতুন ভাবে তাদের সঙ্গে ব্যবসায়িক যোগসূত্র স্থাপন করতেন।চিরাচরিত এ অনুষ্ঠানটি আজও পালিত হয়।জেলা প্রশাসন : পহেলা বৈশাখ-১৪৩২ বঙ্গাব্দ আনন্দঘন পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে খুলনা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। আজ পহেলা বৈশাখ সকাল আটটায় খুলনা রেলওয়ে স্টেশন চত্বর থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শহিদ হাদিস পার্কে এসে শেষ হবে। সকাল সাড়ে নয়টায় শহিদ হাদিস পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।  পহেলা বৈশাখে সুবিধাজনক সময়ে জেলা কারাগার, হাসপাতাল ও সরকারি শিশু পরিবার, এতিমখানাসমূহে ঐতিহ্যবাহী বাংলা খাবার পরিবেশন এবং শিশু পরিবারের শিশুদের নিয়ে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া জেল কয়েদিদের তৈরি বিভিন্ন দ্রব্যাদি প্রদর্শনীর, কারাবন্দিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাটক প্রদর্শনীর আয়োজন করা হবে। সুবিধাজনক সময়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠান স্ব-স্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করবে। পহেলা বৈশাখে শহিদ হাদিস পার্কে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের খুলনা কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী লোকজ মেলা অনুষ্ঠিত হবে।জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে উপজেলাসমূহ অনুরূপ কর্মসূচি পালন করবে।খুলনা বিশ্ববিদ্যালয় : ‘এসো হে বৈশাখ’ ধ্বনিতে মুখরিত হবে পুরো ক্যাম্পাস-এ প্রত্যাশা নিয়ে দিনভর চলছে সাজসজ্জা, মহড়া ও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের পরিকল্পনা।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ ১৪ এপ্রিল (১ বৈশাখ) সকাল থেকে দিনব্যাপী নানা আয়োজনে উদযাপিত হবে পহেলা বৈশাখ। সকাল সোয়া ৭টায় বর্ষ আবাহনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শুরু হবে। এরপর সকাল ৯টায় কেন্দ্রীয় খেলার মাঠে মেলা উদ্বোধন ও সকাল ১০টায় মূল আকর্ষণ বর্ণাঢ্য শোভাযাত্রায় উৎসবমুখর হয়ে উঠবে গোটা ক্যাম্পাস। এছাড়াও দিনব্যাপী লাঠিখেলা, ম্যাজিক শো, নাগরদোলাসহ নানা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।এদিকে রোববার বর্ষবরণের শেষ প্রস্তুতি দেখতে চারুকলা স্কুলে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম ও উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।এ সময় তাঁরা প্রস্তুতিমূলক বিভিন্ন কাজ ঘুরে দেখেন।আয়োজকরা জানিয়েছেন, পহেলা বৈশাখ কেবল একটি দিন নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের প্রতীক। তাই, এবারের আয়োজন হবে আরও বিস্তৃত ও অংশগ্রহণমূলক।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner