নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ দুপুরের মধ্যে দেশের চার জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার (১১ এপ্রিল) সকালে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, শুক্রবার দুপুর ১টার মধ্যে ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজারেরর ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
