বাংলাদেশ ০৫ এপ্রিল ২০২৫

টানা ৯ দিনের ছুটি শেষে কাল খুলছে অফিস

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা ৯ দিনের ছুটি উপভোগ করেছেন, যা আজ শনিবার (৫ এপ্রিল) শেষ হচ্ছে। আগামীকাল রোববার (৬ এপ্রিল) থেকে পুনরায় চালু হচ্ছে সকল সরকারি,আধা সরকারি,স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস।ঈদের আগে ২৭ মার্চ (বৃহস্পতিবার) ছিল অফিসের শেষ কর্মদিবস। এরপর ২৮ মার্চ (শুক্রবার) থেকে শুরু হয় টানা ছুটি। চাঁদ দেখা সাপেক্ষে গত ৩১ মার্চ (সোমবার) দেশে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। তবে সরকারি ছুটির তালিকা পূর্বেই নির্ধারিত ছিল।গত ২০ মার্চ উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি দেয়ার প্রস্তাব অনুমোদন হয়। ফলে ঈদের আগে-পরে ও নিয়মিত সাপ্তাহিক ছুটির সমন্বয়ে টানা ৯ দিনের ছুটি মেলে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ৩১ মার্চ ঈদের দিন ছিল সাধারণ ছুটি। ২৯ ও ৩০ মার্চ (শনিবার ও রোববার) এবং ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) ছিল নির্বাহী আদেশে ছুটি। ২৮ মার্চ, ৪ এপ্রিল ও ৫ এপ্রিল ছিল সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে সরকারি চাকরিজীবীরা ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি উপভোগ করেছেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner