বাংলাদেশ ০৪ এপ্রিল ২০২৫

ড. ইউনূস ও মোদির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।শুক্রবার (০৪ এপ্রিল) দুপুরে এই বৈঠক শুরু হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো ড. ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে।এই বৈঠককে বাংলাদেশে জুলাইয়ের অভ্যুত্থানের পর থেকে ঢাকা-দিল্লি সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসাবে দেখা হচ্ছে।আজ সকালে বিমসটেকের বর্তমান চেয়ারপারসন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সিনাওয়াত্রার ভাষণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হয়।সম্মেলনে বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এরপরই মোদি ও ড. ইউনূসের বৈঠকের আয়োজন করা হয়।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner