বাংলাদেশ ২৮ মার্চ ২০২৫

গাজীপুরে ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষ, নিহত ২

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

গাজীপুর:
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।শুক্রবার (২৮ মার্চ) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- রাজু (৩৫) ও জিয়াউল (৩৬)। দুজনেই মাওনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে একটি পিকআপভ্যান শ্রীপুরের মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। এক পর্যায়ে পিকআপভ্যানটি হোতাপাড়া এলাকায় পৌঁছালে অপর একটি গাড়ির পেছনে ধাক্কা লাগে। এতে রাজু ও জিয়াউল গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। পুলিশের ধারণা, রাজু ও জিয়াউল পিকআপভ্যানের চালক ও হেলপার।  সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ জানান, দ্রুতগতির মুরগির খালি পিকআপভ্যানটি অপর একটি গাড়ির পেছনে ধাক্কা লাগায়। এতে পিকআপভ্যানে থাকা দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner