বাংলাদেশ ২৫ মার্চ ২০২৫

আগামীকাল মহান স্বাধীনতা দিবস, শ্রদ্ধা নিবেদের জন্য সম্পূর্ণ প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
আগামীকাল ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস।জাতির শেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ।এরই মধ্যে সৌধ প্রাঙ্গনকে ধুয়ে মুছে নতুন রূপ দেওয়া হয়েছে।যেকোনো ধরনের অপত্তিকর ঘটনা এরাতে নেওয়া কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে দেশের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হবেন দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর সেনারা।এরই মধ্যে পরিস্কার পরিচ্ছন্নতা ও ধোয়া মোছার কাজ শেষ করে নানা রঙের ফুল দিয়ে সাজানো হয়েছে স্মৃতিসৌধ চত্বর । পুরন স্মৃতিসৌধ এলাকা সাজানো হয়েছে আলোকসজ্জা দিয়ে।এছাড়াও ওয়াচ টাওয়ার ও সিসিটিভি কন্ট্রোলের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হবে পুরো সৌধ এলাকা।ভোরের প্রথম প্রহরে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টা সহ দেশের সকল মানুষ শ্রদ্ধা জানাতে আসবেন জাতীয় স্মৃতিসৌধে।পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যার্ব সহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রাখবেন স্মৃতিসৌধ এলাকা।পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিতে রাখবেন।দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ ছুটে আসবেন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করতে।জাতীয় স্মৃতিসৌধে কর্মরত শ্রমিকরা বলেন, ২৬ শে মার্চ উপলক্ষে আমরা পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করছি। দেশের সবাই শ্রদ্ধা জানাতে আসবেন এখানে।জাতীয় স্মৃতিসৌধের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন,মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় উপদেষ্টা সহ দেশের সকল মানুষের শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner