নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) কর্মকর্তা-কর্মচারীও টানা নয় দিনে ছুটি পেয়েছেন।সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ ৩ এপ্রিল ছুটি ঘোষণা করে নির্দেশনা দিয়েছে।নির্দেশনায় বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) সরকারি ছুটি ঘোষণা করেছে। ওই দিন সরকারি প্রতিষ্ঠানের মতো ফাইন্যান্স কোম্পানিও বন্ধ থাকবে।এর আগে তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের টানা নয় দিন ছুটি ঘোষণা করা হয়।
টানা ৯ দিন বন্ধ থাকবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান
