বাংলাদেশ ২৪ মার্চ ২০২৫

৪১তম বিসিএস থেকে ১৫১ জনকে প্রধান শিক্ষক পদে সুপারিশ

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন ১৫১ জন। নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণি হিসেবে তাদের বেতন স্কেল- ২০১৫ অনুযায়ী গ্রেড-১২।তাদেরকে ১০ এপ্রিলের মধ্যে যোগদান করতে বলা হয়েছে, অন্যথায় নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।৪১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন, এমন প্রার্থীদের মধ্য থেকে ১৫১ জনকে নন-ক্যাডার পদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (প্রশিক্ষণবিহীন) নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণি হিসেবে বেতন স্কেল- ২০১৫ অনুযায়ী গ্রেড-১২ (টাকা ১১ হাজার ৩০০-২৭ হাজার ৩০০)–তে বেতন পাবেন। সুপারিশকৃতরা উপজেলা-থানা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়া হলো। এ ছাড়াও নিয়োগের ক্ষেত্রে কয়েকটি শর্ত প্রযোজ্য হবে জানিয়েছে মন্ত্রণালয়।শর্তগুলোর মধ্যে— চাকরিতে যোগদানের পর ২ বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে; শিক্ষানবিশকালে অযোগ্য বিবেচিত হলে কোন কারণ দর্শানো ব্যতিরেকে তাঁদের চাকরি হতে অপসারণ করা যাবে; শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে বিধি মোতাবেক চাকরিতে স্থায়ী করা হবে; চাকরিতে তাঁদের জ্যেষ্ঠতা বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক সুপারিশকৃত মেধা তালিকা অনুযায়ী নির্ধারিত হবে।এছাড়া আরও কয়েকটি শর্ত রয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner