নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
নরসিংদী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন,বাংলাদেশের মানুষ ধর্মান্ধ নয়।কোনোদিন ছিল না,কোনোদিন হবে না।এদেশের মানুষ ধর্মপ্রাণ।এই দেশ একটি ছোট দেশ।পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘনবসতি দেশ হচ্ছে বাংলাদেশ।এই দেশে আমরা পাশাপাশি একজন আরেকজনের কাঁধে হাত রেখে বসবাস করি।এখানে কে কোন জাতি, ধর্ম, বর্ণ সেটা আমরা কখনো বিবেচনা করি না।আমরা কখনো বিবেচনা করব না।আমরা মানুষে মানুষে ভালোবাসায় বিশ্বাস করি।আমরা রাসূলের নির্দেশ অনুসরণ করি।আমরা যার যার ধর্ম নিয়ে শান্তিতে বসবাস করি।তিনি শুক্রবার পলাশ উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে ইফতার মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন।পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, জাহাঙ্গীর হোসেন, মহিউদ্দিন চিশতিয়া প্রমুখ।
বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, তবে ধর্মান্ধ নয় : মঈন খান
