বাংলাদেশ ১২ মার্চ ২০২৫

গণজাগরণ মঞ্চের নেতকর্মীদের নিয়ে মুখ খুললেন ইশরাক

post

নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ
সারাদেশে ধর্ষণের প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামে একটি প্ল্যাটফর্মের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে গেলে পথে পুলিশ তাদেরকে বাধা দেয়। এসময় গণজাগরণ মঞ্চের নেত্রী ও ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকী আক্তারের নির্দেশে পুলিশের ওপর হামলা চালান সংগঠনটির নেতাকর্মীরা। এ ঘটনায় পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন রাজনীতিবিদ,ছাত্রনেতা, অ্যাক্টিভিটিসসহ সাধারণ শিক্ষার্থীরা। এবার শাহাবাগিদের বিরুদ্ধে নিজের অবস্থান জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।বুধবার (১২ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে তিনি তার অবস্থান তুরে ধরেন। এতে গণজাগরণ মঞ্চের কতিপয় নেতাকর্মীর আবির্ভাব বরদাস্ত করা যায় না বলে মন্তব্য করেন তিনি।পোস্টে তিনি লেখেন, ‘কুখ্যাত গণজাগরণ মঞ্চের (শাহবাগী) কতিপয় নেতাকর্মীর আবির্ভাব কোনোভাবেই বরদাস্ত করা যায় না।ওই পোস্টে তিনি আরও লিখেন, ‘এই মঞ্চের মাধ্যমে জুডিশিয়াল কিলিং, বাংলাদেশের আলেম সমাজের ওপর নির্মম নির্যাতন, ২০১৪ সালে খুনি হাসিনার ক্ষমতা দখল এবং বিএনপিসহ বিরোধী দল-মত দমনে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ পরবর্তী ১০ বছর ফ্যাসিবাদী শাসন কায়েমের ভিত গড়ে তোলা হয়েছিল। এদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করার বিকল্প অন্তর্বর্তীকালীন সরকারের নেই।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner