নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
টাঙ্গাইল: টাঙ্গাইলে শহীদ শামছুল হকের স্মরণ সভায় দেশে ফ্যাসিবাদী মানসিকতার অব্যাহত উপস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়েছেন বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু । গত শনিবার এক আলোচনায় বক্তব্য রাখার সময় তিনি বলেন, "স্বৈরাচারের পতন হলেও ফ্যাসিবাদের প্রেতাত্মা বাংলাদেশে এখনও সক্রিয় রয়েছে। এই পরিস্থিতিতে জনগণ ও দলীয় নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।সালাউদ্দিন টুকু আরও বলেন, "ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনে ঐক্যের কোনো বিকল্প নেই। বিএনপি যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কোনো শক্তিই আমাদের পরাজিত করতে পারবে না।" তিনি দলের নেতাকর্মীদের প্রতি সকল প্রকার ষড়যন্ত্র মোকাবিলায় দৃঢ়ভাবে একত্রিত হওয়ার আহ্বান জানান।স্মরণ সভায় টুকু বিএনপির গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস তুলে ধরে বলেন, "দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সংহতির লড়াইয়ে বিএনপি সর্বদা অগ্রণী ভূমিকা রেখেছে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে শুরু হওয়া এই সংগ্রাম বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আজও অব্যাহত রয়েছে।" তিনি জোর দিয়ে যোগ করেন, "আমাদের নেতৃত্ব ও নীতির প্রতি আস্থা রেখেই জনগণ বারবার বিএনপিকে ক্ষমতায় দেখতে চেয়েছেন।টুকুর এই বক্তব্যে বিএনপির রাজনৈতিক আদর্শ, গণতন্ত্রের প্রতি অঙ্গীকার এবং নেতৃত্বের প্রতি দলের অবিচল সমর্থনের প্রতিফলন ঘটেছে। বিশ্লেষকরা মনে করছেন, চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় ঐক্য সুদৃঢ় করতে এবং ভবিষ্যৎ কৌশল নির্ধারণে টুকুর এই ভাষণ গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে।শামছুল হকের স্মরণ সভায় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ শতাধিক সমর্থক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দলীয় কর্মসূচি বাস্তবায়ন ও জনসংযোগ কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে নেতাকর্মীদের সঙ্গে বিশেষ আলোচনায় বসেন টুকু।সুলতান সালাউদ্দিন টুকুর এই সতর্কবার্তা ও আহ্বান বিএনপির অভ্যন্তরে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে প্রতীয়মান হচ্ছে। রাজনৈতিক অঙ্গনে দলের ভবিষ্যৎ পদক্ষেপের ইঙ্গিতবাহী এই বক্তব্য আগামী দিনের রূপরেখা প্রণয়নে কী ভূমিকা রাখে, তা এখন সময়ই বলবে।
ফ্যাসিবাদের প্রেতাত্মা এখনও সক্রিয়, ঐক্যবদ্ধতাই বিএনপির শক্তি: টাঙ্গাইলে সালাউদ্দিন টুকু
