বাংলাদেশ ০৮ মার্চ ২০২৫

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মাগুরার ধর্ষিত শিশুটি

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটি। শারীরিক অবস্থার অবনিত হওয়ায় তাকে শুক্রবার (৭ মার্চ) রাত ৯টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। খোঁজ নিয়ে জানা যায়, রমজান ও ঈদের ছুটিতে স্কুল বন্ধ থাকায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়েটি কয়েক দিন আগে বড় বোনের বাড়ি মাগুরা শহরের নিজনান্দুয়ালি মাঠপাড়া গ্রামে বেড়াতে যায়। বৃহস্পতিবার সকালে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে মাগুরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। নেয়া হয় পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ)।মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুবাস রঞ্জন হালদার সাংবাদিকদের জানিয়েছিলেন, শিশুটিকে প্রথমে শ্বাসকষ্টের রোগী হিসেবে আনা হয়। পরে মেডিসিন বিভাগে নিয়ে গেলে ধর্ষণ ও হত্যার চেষ্টার আলামত পাওয়া যায়।স্বজনরা বলছেন, তাকে ধর্ষণের পাশাপাশি গলা টিপে হত্যাচেষ্টাও করা হয়েছিল।এদিকে, অভিযুক্ত হিটু শেখের কঠোর শাস্তির দাবিতে মাগুরা সদর থানার সামনে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ ঘটনায় বোনের অভিযুক্ত শ্বশুর হিটু শেখের পর গ্রেফতার করা হয় দুলাভাই সজীব শেখকেও। পুলিশ বলছে, শিশুটির গলায় দাগ ও ধর্ষণের আলামত পাওয়া গেছে।মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানিয়েছেন, মেয়েটির স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আট করা হয়েছে। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে। ধর্ষণের বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner