বাংলাদেশ ০৬ মার্চ ২০২৫

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ রাজধানীর গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত তিনটার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা ওয়্যারহাউস ইন্সপেক্টর রাকিবুল হাসান বলেন, রাত ৩টা ৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।পরে ফায়ার সার্ভিসের এক হোয়াটসঅ্যাপ বার্তায় বলা হয়, ভোর ৪টা ৩৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।আগুন লাগার কারণ তাৎক্ষণিক জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাকিবুল হাসান।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner