বাংলাদেশ ০২ মার্চ ২০২৫

আজ থেকে ব্যাংক লেনদেন সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও রমজানে নতুন সূচিতে হবে ব্যাংক লেনদেন। রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন করা যাবে। আর খোলা থাকবে বিকেল চারটা পর্যন্ত।সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্টের এক সার্কুলারে এই সময়সূচি জানানো হয়।সার্কুলারে বলা হয়েছে, দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। বিরতির মধ্যে সাধারণ সময়ের মতো অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন অব্যাহত রাখতে হবে। রমজান শেষে আবার বর্তমান সূচিতে চলবে ব্যাংক।উল্লেখ্য, প্রতিবছরই রমজান মাসে ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন আনে কেন্দ্রীয় ব্যাংক।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner