নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ রাজধানীর কারওয়ান বাজারে বেসরকারি টেলিভিশন স্টেশন একুশে টিভি ভবনের (জাহাঙ্গীর টাওয়ার) নিচতলায় ‘পেয়ালা কফি হাউজে’ আগুন লেগেছে।শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ২২ মিনিটে সেখানে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোলরুম থেকে অপারেটর আহসান হাবিব আগুন লাগার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, কারওয়ান বাজারে একুশে টিভির নিচতলায় একটি কফিশপে আগুন লাগার সংবাদ আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে। তারা আগুন নেভানোর চেষ্টা করছেন। বিস্তারিত পরে জানানো হবে।