বাংলাদেশ ১৫ ফেব্রুয়ারী ২০২৫

‘বিডিআর হত্যাকাণ্ড, আ’লীগকে ক্ষমতায় রাখতে আন্তর্জাতিক চক্রান্ত’

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ বিডিআর হত্যাকাণ্ড ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার একটি আন্তর্জাতিক চক্রান্ত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে এফডিসিতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, বাংলাদেশের মানুষকে জিম্মি করার জন্য, ভোটের অধিকার হরণ করার জন্য, নৈরাজ্যের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটনো হয়েছিল।মো. আসাদুজ্জামান বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদের প্রচ্ছন্ন নিষ্ক্রিয়তা ছাড়া বিডিআর হত্যাকাণ্ড সম্ভব ছিল না। এ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডদের বের করতে হবে।ভারতের সমালোচনা করে অ্যাটর্নি জেনারেল বলেন, একটি বন্ধু রাষ্ট্র বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার নামে বাংলাদেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। এখন একজন খুনিকে আশ্রয় দিয়ে প্রতিবেশী রাষ্ট্রটি বাংলাদেশের মুখোমুখি দাঁড়িয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner