খেলাধুলা ১২ ফেব্রুয়ারী ২০২৫

ফক্স স্পোর্টসে যৌন হয়রানির অভিযোগ, সাবেক প্রতিবেদকের মামলা

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

স্পোর্টস ডেস্কঃ ফক্স স্পোর্টসের সাবেক অ্যাংকর ও প্রতিবেদক জুলি স্টুয়ার্ট-বিংক্স তার এক সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন। শুক্রবার লস অ্যাঞ্জেলস কাউন্টি সুপিরিয়র কোর্টে দায়ের করা মামলায় তিনি অভিযোগ করেন, ২০১৬ সালে ফক্স স্পোর্টসের নির্বাহী প্রযোজক চার্লি ডিকসন তাকে একটি হোটেলের ব্যালকনিতে দেয়ালে ঠেসে ধরেন এবং জোরপূর্বক তার শরীরের ওপর চেপে বসেন।মামলার নথিতে বলা হয়েছে, স্টুয়ার্ট-বিংক্সের সঙ্গে একটি নতুন অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে আলোচনা করছিলেন ডিকসন। পরে তাকে হোটেলের কক্ষে নিয়ে গিয়ে অপ্রীতিকর আচরণ করেন। অভিযোগ অনুযায়ী, স্টুয়ার্ট-বিংক্স কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হলেও, কিছুদিন পরেই ফক্স তার চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয়।২০১৭ সালের জুনে ফক্স ছাড়ার পর তিনি প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের তদন্তে সাক্ষ্য দেন। সে সময় তিনি ডিকসনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে মামলায় দাবি করা হয়েছে। ফক্স স্পোর্টস এক বিবৃতিতে জানিয়েছে, "এই অভিযোগগুলো আট বছরের পুরোনো। তখনই আমরা তৃতীয় পক্ষের মাধ্যমে বিষয়টি তদন্ত করেছিলাম এবং সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছিলাম।" তবে তদন্তের ফলাফল প্রকাশ করেনি ফক্স। স্টুয়ার্ট-বিংক্স তার মামলায় ফক্স স্পোর্টস, এর মূল কোম্পানি ফক্স কর্পোরেশন এবং অভিযুক্ত চার্লি ডিকসনের বিরুদ্ধে যৌন নির্যাতন ও যৌন হয়রানির অভিযোগ এনেছেন। তিনি ক্ষতিপূরণসহ ভবিষ্যতে কর্মক্ষেত্রে এমন হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়েছেন। এদিকে, গত মাসে অন্য একটি মামলায় ফক্স স্পোর্টসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন নুশিন ফারাজি নামে এক হেয়ার স্টাইলিস্ট। তিনি দীর্ঘ এক দশক ধরে প্রতিষ্ঠানটিতে কাজ করেছেন এবং অভিযোগ করেছেন, নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ ও সহিংসতার পরিবেশ ফক্স স্পোর্টসে বিদ্যমান।  ফারাজির মামলার পরই স্টুয়ার্ট-বিংক্স তার সঙ্গে যোগাযোগ করেন এবং তার গল্প প্রকাশ্যে আনার প্রতিশ্রুতি দেন বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner