বাংলাদেশ ১০ ফেব্রুয়ারী ২০২৫

খুলনা বিভাগীয় সমিতি ইউ কে এর উদ্যোগে লন্ডনে শেষ হলো জমকালো পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

post

গত ৮ই ফেব্রুয়ারি খুলনা বিভাগীয় সমিতি ইউ কে এর উদ্যোগে লন্ডনের লন্ডন এন্টার প্রাইজ একাডেমী হলে আয়োজন করা হয় জমকালো পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগঠনের সভাপতি নাহিদ নেওয়াজ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনের বার্কিং এন্ড ডেগেনহ্যাম কাউন্সিলের সন্মানিত মেয়র মঈন কাদরী, বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন আই অন টিভি র সি.ই.ও আতাউল্লা ফারুক, লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির প্রিন্সিপাল আসীদ আলী, চট্টগ্রাম এসোসিয়েশনের সভাপতি নাজিম উদ্দিন, এবিএম একাউন্টের প্রিন্সিপাল আসহাবুল হোসেন এবং ডক্টরস এসোসিয়েশন ইউ কের সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুল হাসান রাহাত।

 খুলনা পিঠা উৎসব ২০২৫ এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, এসোসিয়েশনের সাবেক সভাপতি আবু সুফিয়ান ঝিলাম , মোঃ এমদাদুল হক চঞ্চল ,বর্তমান সহ সভাপতি যথাক্রমে ,মাকসুদ আহমেদ সুমন , কাইয়ুম হাসান স্বপন এবং মহিলা সম্পাদিকা সুলতান সেখ। 

অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: এনামুল হক। খুলনা পিঠা উৎসব ২০২৫ সফল করতে যারা বিশেষ ভূমিকা পালন করেছেন তাদের মধ্যে সাবেক আহ্বায়ক এস.এম সিপার, টিভি ১৯ এর এডিটর জনাব শেখ মহিতুর রহমান বাবলু, সাবেক সাধারন সম্পাদক তবারক হোসেন, বর্তমান কমিটির সহ সাধারন সম্পাদক মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক আল-আমিন রিজভী, সাংস্কৃতিক সম্পাদিকা ইফফাত আরা, সহ সাংস্কৃতিক সম্পাদক অর্ঘ্য বিশ্বাস, দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান রুমু, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোশারত সুলতানা, প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওমর ফারুক ,কার্যকরী সদস্য সিমি সিফাত সহ খাদিজা আক্তার, রুমা সুলতানা,ফারজানা আক্তার। অনুষ্ঠানে উপস্হিত থেকে অনুষ্ঠানকে আরো আলোকিত করেছেন সংগঠনের সাবেক সভাপতি খান মজলিশ দোলন, বিশিষ্ট ব্যবসায়ী সাহাদাত ফরাজী জয়, লন্ডন এন্টার প্রাইজ একাডেমির ক্যারিয়ার এডভাইসর মুহি মিকদাদ এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব পল্টু । 

অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন টিভি উপস্হাপিকা শামীমা মিতা এবং মনোজ্ঞ সঙ্গীত পরিবেশনায় ছিলেন সারে গামা পা ২০২২-২৩ এর ফেইম রাতুল পর্বত ।

 অনুষ্ঠানে বক্তারা বলেন ,পিঠা উৎসব আয়োজন করার মূল উদ্দেশ্য যুক্তরাজ্যে বসবাসরত খুলনা বিভাগের মানুষকে একত্রিত করা এবং আমাদের নতুন প্রজন্ম কে খুলনার কৃষ্টি কালচার এবং পিঠাপুলির সাথে পরিচিত করা। বক্তারা আশা করেন এ ধরনের আয়োজন খুলনা বিভাগ বাসীদের মধ্যে ঐক্য তৈরি করতে সক্ষম হবে এবং সম্মিলিতভাবে বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে অনুপ্রাণিত করবে।

 অনুষ্ঠানের বিশেষ পর্বে ছিল শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃতি, নাচ ও গান। প্রেস বিজ্ঞপ্তি 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner