বাংলাদেশ ০৯ ফেব্রুয়ারী ২০২৫

ম্যাটস শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা চার দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন।তাদের দাবিগুলো হলো- উচ্চশিক্ষার সুযোগ, অনতিবিলম্বে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারে শূন্য পদে নিয়োগ, অনতিবিলম্বে ম্যাটস শিক্ষার্থীদের দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ এবং ম্যাটস শিক্ষার্থীদের জন্য সরকারি বা বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টি ও কোর্স কারিকুলাম সংশোধন করা। তারা জানিয়েছে, সাত কার্যদিবসের মধ্যে চার দফা দাবি বাস্তবায়ন না করায় তারা লং মার্চ কর্মসূচি পালন করছেন। সকালে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হয়। পরে জাদুঘরের সামনের রাস্তা অবরোধ করে তাদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন।বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলছেন, ‘দীর্ঘ তিন মাস একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করলেও তাদের দাবি পূরণ করা হয়নি। এ জন্য তারা চার দফা দাবিতে সড়কে নেমেছেন।জানা গেছে, বর্তমানে সারা দেশে ১৬টি সরকারি ম্যাটস ও প্রায় ২০০টি বেসরকারি ম্যাটস ডিপ্লোমা মেডিকেল ডিগ্রি (ডিএমএ) কোর্স চালু রয়েছে। বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান ২০২২ এবং বিএমডিসির সর্বশেষ তথ্যমতে, বাংলাদেশে বর্তমানে ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬০ হাজার এবং বিএমডিসি নিবন্ধিত ডিএমএফ’র সংখ্যা প্রায় ৩০ হাজার।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner