বাংলাদেশ ০৫ ফেব্রুয়ারী ২০২৫

মুসলিম উম্মাহর কল্যাণ ও নাজাত কামনায় ইজতেমার দ্বিতীয় ধাপের সমাপ্তি

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ  মুসলিম উম্মাহর হেদায়েত, হেফাজত, ঐক্য, শান্তি, কল্যাণ ও নাজাত কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তাবলিগ জামাতের শুরায়ে নেজাম আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ।আজ বুধবার দুপুর ১২টা ৮ মিনিটে শুরু হয়ে ১২টা ২৭ মিনিটে মোনাজাত শেষ হয়। তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি কাকরাইল মসজিদের খতিব হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ দ্বিতীয় ধাপেও আখেরি মোনাজাত পরিচালনা করেন।এবারের বিশ্ব ইজতেমা তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে। আজ দ্বিতীয় ধাপ শেষ হওয়ার পর তৃতীয় ধাপ আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।আজ আখেরি মোনাজাত পূর্ব হেদায়েতি বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান। তার হিন্দি বয়ানের বাংলা তরজমা করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন।বেলা সাড়ে ১১টার দিকে নসিহতমূলক বক্তব্য দেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। তার বয়ানের বাংলা তরজমা করেন হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ।হাফেজ মাওলানা জুবায়েরের আরবি, উর্দু ও বাংলা ভাষায় পরিচালিত আখেরি মোনাজাতে গোটা দুনিয়ার পথভ্রষ্ট মুসলমানের পাপের জন্য নিঃশর্ত ক্ষমা, সঠিক পথের সন্ধান এবং দাওয়াতে তাবলিগের কাজে সবাইকে শরীক হওয়ার তৌফিক কামনা করা হয়।দুপুর ১২টা ৮ মিনিটে মোনাজাত শুরুর সাথে সাথে ইজতেমা ময়দান ও আশপাশের জনসমুদ্রে হঠাৎ নেমে আসে পিনপতন নিরবতা। এরপর শুরু হয় বহুলকাঙ্ক্ষিত মোনাজাত। টানা ১৯ মিনিটের মোনাজাত চলাকালে দেশ-বিদেশের লাখো মুসল্লির ‘আমিন’, ‘আমিন’, ‘আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা মুখরিত হয়ে ওঠে।প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেও মোনাজাতে অংশ নিতে ভোর থেকে ঢাকা-গাজীপুরসহ আশপাশের জেলার লাখো মুসল্লি হেঁটে ইজতেমাস্থলে উপস্থিত হন। মোনাজাত শুরু হওয়ার আগেই ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ময়দানে জায়গা না পেয়ে মুসল্লিরা আশপাশের অলিগলি, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ফুটওভার ব্রিজ, বাসা-বাড়ি, কলকারখানা, মার্কেট ও যানবাহনের ছাদে এবং তুরাগ নদীতে ভাসমান নৌকায় অবস্থান নেন।ইজতেমা আয়োজক কমিটির শীর্ষ মুরব্বি মাহফুজ হান্নান বলেন, আজ সকালে ময়দান ও আশপাশের এলাকায় ৪-৫ লাখ মুসল্লি জড়ো হন। নির্বিঘ্নে দ্বিতীয় ধাপ ইজতেমা শেষ করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন তিনি।পূর্ব ঘোষণামতে, আট দিন বিরতি দিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন ভারতের মাওলানা সা’দ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা।এদিকে দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত শেষে মূল বয়ান মঞ্চ থেকে আগামী বছরের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করা হয়। ঘোষণা মোতাবেক শুরায়ি নেজামের তত্ত্বাবধানে ২০২৬ সালের ২ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি প্রথম ধাপ এবং ৯ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি দ্বিতীয় ধাপে ইজতেমা আয়োজন করা হবে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner