বাংলাদেশ ০৩ ফেব্রুয়ারী ২০২৫

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ শুরু

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ মুসলিমদের জন্য বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা আজ সোমবার থেকে শুরু হয়েছে। গতকাল রোববার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয় শুরায়ে নেজামের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। ওই রাত থেকেই দ্বিতীয় ধাপে ইজতেমায় অংশ নিতে ময়দানে আসতে শুরু করেছেন দেশের ২২ জেলার মুসল্লিরা।সংশ্লিষ্টরা জানিয়েছেন, দ্বিতীয় ধাপের ইজতেমা চলবে ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, সাভার, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙামাটি, নওগাঁ, বান্দরবান এবং ঢাকার একাংশসহ ২২টি জেলার সাথীরা অংশ নেবেন।এবারের ইজতেমা শুরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) অধীনে দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় ধাপ।শুরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন, দ্বিতীয় ধাপের ইজতেমায় সোমবার বাদ যোহর পাকিস্তানের মাওলানা জিয়াউল হক, বাদ আসর বাংলাদেশের মাওলানা রবিউল হক ও বাদ মাগরিব ভারতের মাওলানা আহমেদ লাট বয়ান করবেন।জুবায়ের অনুসারীদের আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার বিকেল থেকেই ময়দানে ২২ জেলার মুসল্লিরা আসতে শুরু করেছেন। তারা তাদের নিজেদের খিত্তায় অবস্থান নিচ্ছেন। প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেও মুসল্লিদের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। সোমবার দুপুর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ৭২টি দেশের ৩ হাজার ২৫৬ জন মুসল্লি ময়দানে অবস্থান করছেন।এ দিকে সোমবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ইজতেমা ময়দানে পুলিশের অস্থায়ী কন্ট্রোল রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকছে। আপনার ইতিমধ্যে জেনেছেন-প্রথম ধাপের আখেরি মোনাজাত চলাকালীন মুসল্লিদের মাঝে ড্রোন আতঙ্ক সৃষ্টি হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রথম ধাপে ট্রাফিক ব্যবস্থা বন্ধ করা হলেও, দ্বিতীয় ধাপে সেটি চলমান থাকবে। পুলিশ তাদের নিজস্ব ড্রোনের মাধ্যমে যানজট নিরশনে ব্যবস্থা নেবে।উল্লেখ্য, আগামী বুধবার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের পর মাঝে আট দিনের বিরতি দিয়ে আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দিল্লির মাওলানা সাদ কান্ধলভি অনুসারীদের ৫৮ তম বিশ্ব ইজতেমার শেষ পর্ব। পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের কাছে ময়দান বুঝিয়ে দেবেন মাওলানা সাদ অনুসারীরা।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner