বাংলাদেশ ০১ ফেব্রুয়ারী ২০২৫

ডিজেল-কেরোসিনের দাম লিটারে বাড়ল ১ টাকা

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ দেশে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। এতে সব ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে এক টাকা বাড়ানো হয়েছে।শুক্রবার (৩১ জানুয়ারি) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। যা আগামীকাল শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।প্রজ্ঞাপনে জানানো হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের দাম নির্ধারণে প্রাইসিং ফর্মুলা অনুসরণ করা হয়। এ হিসেবে ২০২৫ সালের জানুয়ারি মাসে ডিজেলের মূল্য প্রতি লিটার ১০৪ টাকা হতে এক টাকা বৃদ্ধি করে ১০৫ টাকা। কেরোসিন ১০৪ টাকা হতে এক টাকা বৃদ্ধি করে ১০৫ টাকা করা হয়েছে। অপরদিকে, অকটেনের দাম ১২৫ টাকা থেকে ১২৬ টাকা ও পেট্রোলের দাম ১২১ টাকা থেকে ১২২ টাকায় নির্ধারণ করা হয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner