বাংলাদেশ ২৮ জানুয়ারী ২০২৫

সাত কলেজ নিয়ে জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ  সাত কলেজের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনা সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে উপস্থিত রয়েছেন- শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস. এম. এ. ফয়েজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, প্রধান উপদেষ্টা আমাদের ডেকেছিলেন। অত্যন্ত ভালো আলোচনা হয়েছে। শিক্ষার্থীদের জন্য পজিটিভ কিছু আসছে। আমরা ওয়ার্ক আউট করছি। আগামী দুইদিন পর এ ব্যাপারে বিস্তারিত বলতে পারবো।এদিকে সাত কলেজের শিক্ষার্থীদের নিউ মার্কেট থানা ঘেরাও এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস বন্ধ করার কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে দাবিগুলো বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে মেনে নেওয়া হবে বলে শিক্ষার্থীদের আশ্বাস দেওয়া হয়েছে।মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে বৈঠকের পর সাত কলেজ শিক্ষার্থী প্রতিনিধিরা সাংবাদিকদের এ কথা জানান।স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র) মো. খোদা বখস চৌধুরী, ঢাকা কলেজের শিক্ষার্থী রহমতুল্লাহ, ইডেন মহিলা কলেজের সাদিয়া আফরিন মৌ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner