বাংলাদেশ ২৭ জানুয়ারী ২০২৫

কোতোয়ালী থানার হত্যা মামলায় দেশ টিভির এমডি আরিফ হাসান গ্রেপ্তার

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ গ্রেফতার হওয়া দেশ টিভির এমডি আরিফ হাসানকে কোতোয়ালী থানার হত্যা মামলায় শ্যেন অ্যারেস্ট দেখিয়েছেন আদালত।আজ সোমবার এই আদেশ দেন আদালত।এর আগে গত ১৬ নভেম্বর বিমানবন্দর থানায় করা স্কুলছাত্র সজীব হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আরিফ হাসানকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেয় আদালত।মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, বিমানবন্দর এলাকায় গত ১৯ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয় নবম শ্রেণির ছাত্র সজীব। এ ঘটনায় গতকাল সজীবের বাবা সুমন বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেন। মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আরিফ হাসানসহ ১৫ জনকে আসামি করা হয়।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner