বাংলাদেশ ২৬ জানুয়ারী ২০২৫

গণহত্যায় জড়িত এক পুলিশকে গ্রেপ্তারের খবর দিলেন পিনাকী!

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ সমসাময়িক রাজনীতি ও অন্যান্য প্রসঙ্গে নিয়মিত লেখালিখ করেন, ভিডিও কনটেন্ট তৈরি করেন অনলাইন অ্যাকটিভিস্ট, লেখক এবং ব্লগার পিনাকী ভট্টাচার্য। সাম্প্রতিক সময়ে  জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুুত্থান ও অন্যান্য প্রসঙ্গে নিয়েও নানা ব্যাখা-বিশ্লেষণ ও ঘটনাপ্রবাহ তুলে ধরেন তিনি। নিজস্ব অভিমতও জানান এই লেখক। এবার এক খুশির সংবাদ দিলেই তিনি। জানালেন ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যায় জড়িত এক পুলিশকে গ্রেপ্তারের খবর।জুলাই আন্দোলনে রামপুরা-বনশ্রীর মেরাদিয়া বাজারে গুলি চালায় পুলিশ। অনেকে চলে যেতে পারলেও এক কিশোর একটি নির্মানাধীন বিল্ডিংয়ের ৪ তলা কার্ণিশে ঝুলেছিলেন। কিন্তু উপর থেকে তাকে দেখে গুলি করে হত্যা করে পুলিশ। রোববার পিনাকী ভট্টাচার্য তার ভেরিফায়েড ফেসবুকে পোস্টে জানিয়েছেন ওই পুুলিশকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় তার ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি বলেন, মনে আছে রামপুরায় ছাদে ঝুলে লুকিয়ে ছিল একজন ছাত্র। ওপর থেকে গুলি করেছিল পুলিশ। সেই পুলিশের এসআই চঞ্চল সরকারকে ধাওয়া করে ধরা হয়েছে খাগড়াছড়িতে।এর আগে পিনাকী ভট্টাচার্য তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি ১০-২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের আহ্বান জানিয়েছেন। পিনাকী ভট্টাচার্য তার স্ট্যাটাসে লেখেন, ‘১০-২০তম গ্রেড পর্যন্ত সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিয়ে দেওয়ার আহ্বান জানাই। আমাদের সমর্থন থাকবে।পিনাকী ভট্টাচার্যের এই আহ্বান মুহূর্তেই সাড়া ফেলে দেয় অনলাইনে। পোস্টটি বিপুলসংখ্যক মানুষ শেয়ার করেছে এবং ইতিবাচক মন্তব্যের মাধ্যমে সমর্থন জানিয়েছে।প্রসঙ্গত, চলতি জানুয়ারি থেকে কার্যকরের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হলেও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা। অর্থনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner