বাংলাদেশ ২৩ জানুয়ারী ২০২৫

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনা সদস্যসহ গ্রেফতার ৪

post

নিউজ ডেস্ক

টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ রাজধানীতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুই সেনা সদস্যসহ ৪ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে বনানী থানা পুলিশ।মঙ্গলবার রাতে মগবাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানান।তিনি বলেন, ওই চারজনের মধ্যে দুইজন সেনা সদস্য। তাদের একজন কর্পোরাল, একজন সৈনিক। তাদেরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য যে দুজন আছে, তাদের একজন গাড়ির ড্রাইভার এবং একজন পুলিশের সোর্স। মধ্যম সারির সোর্সটি তার আরেক সোর্সের সাথে ডাকাতি নিয়ে কথা বলার সময় স্থানীয় লোকদের সন্দেহ হয়। এরপর বনানী থানার টহল দল সেখানে গিয়ে জনগণের সহায়তায় তাদের গ্রেপ্তার করে।ওসি বলেন, ওই চারজনের সঙ্গে আরো কয়েকজন ছিল, তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে চলে গেছে। তাদের কাছ থেকে বিভিন্ন পত্রিকার পরিচয়পত্র, মাইক্রোফোন, সেনাবাহিনীর পোশাক, জুতা উদ্ধার করার কথা জানিয়ে ওসি বলেন, “তাদের সাথে থাকা মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।দুই সেনা সদস্যের গ্রেপ্তার হওয়ার বিষয়ে প্রশ্ন করলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী বলেন, তাদের বিরুদ্ধে সেনা আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner